২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:২৭

বান্দরবানে পর্যটকদের জন্য ২০ শতাংশ ছাড়ের ঘোষণা!

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পর্যটকদের জন্য ২০ শতাংশ ছাড়ের ঘোষণা!

পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকদের ভ্রমণ স্বাচ্ছন্দ্যবোধ করতে আগামী ২ মাস পর্যটকবাহী যানবাহনের উপর ২০ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে জেলার মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতি।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি নাসিরুল আলম।

তিনি জানান, পর্যটন সপ্তাহ উপলক্ষ্যে আগত পর্যটকদের ভ্রমণ স্বাচ্ছন্দ্যবোধ করতে আগামী ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বান্দরবানের বিভিন্ন স্পটের পর্যটকবাহী যানবাহনের নির্ধারিত ভাড়ার উপর ২০ শতাংশ ছাড়ের এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভাপতি নাসিরুল আলম জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও ভ্রমণে উৎসাহিত করতে মাইক্রোবাস, জীপ ও পিকআপের প্রতিটি চালক একজন দক্ষ গাইড হিসেবে কাজ করেন। 

এ সংবাদ সম্মেলনে মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনএ জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/জামশেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর