২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:১১

নীলফামারীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বিশ্ব শিশু দিবস 
ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

পরে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। 
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 
জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, সমাজ সেবা অধিপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, শিশু মালিহা জেসমিন ও আল মোহসেনাত অপুর্ব বক্তব্য দেন। 
সরকারি বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। 
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, সাত দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন ও রচনা ও আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর