ময়মনসিংহে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। হাজারো জনতা পদযাত্রায় অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসক মফিদুল আলম ও পুলিশ সুপার আজিজুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, শরাফউদ্দিন কোহিনুর, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন। এসময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহবুবুল আলম, কায়কোবাদ মামুন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল আলম খসরু, সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ, মহনগর সভাপতি আমিনুল হক ফয়সাল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই অভ্যুত্থানে গণহত্যা, গুম-খুন, বালু ও ভূমিদস্যু, পরিবহন চাঁদাবাজ ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।বিডি প্রতিদিন/হিমেল