২৯ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৩৯

রাজারহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি:

রাজারহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে ছাত্র-জনতা ও স্থানীয় ইউপি বাসিন্দা। রাজারহাট উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা ও রাজারহাট ইউনিয়ন পরিষদের সদস্যগণসহ তাদের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন রাজারহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম,ইউপি সদস্য হজরত আলী,বৈষম্য বিরাধী ছাত্র নেতা আল মিজান মাহিম,উপজেলা যুবদল নেতা নয়ন আলী, ছাত্রদল নেতা মিজানুর রহমান সাদ্দাম প্রমুখ।এতে বক্তারা ইউপি চেয়ারম্যান এনামুল হকের নানা দুর্নীতির চিত্র তুলে ধরে অবিলম্বে তার অপসারণের দাবী জানান।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর