৩০ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৫৭

সাতক্ষীরায় সর্দারসহ ৩ ডাকাত গ্রেফতার, ৩ মোটরসাইকেল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় সর্দারসহ ৩ ডাকাত গ্রেফতার, ৩ মোটরসাইকেল উদ্ধার

সাতক্ষীরায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ চিহিৃত তিন ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। 

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম সোমবার বিকেল সাড়ে ৩টার সময় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ইন অবস) মোহাম্মদ আমিনুর রহমান ও ডিবি পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, গত ২৯ সেপ্টম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের লাবসা বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ডিবি পুলিশ কালিগঞ্জ সংকরপুর গ্রামের আব্দুর জব্বারের পুত্র ডাকাত সর্দার ইয়ার আলীকে (৩২) আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক তথ্য প্রযুক্তির সহায়তায় অপর দুই ডাকাত কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের দলিল উদ্দিনের পুত্র শাহিন আলম (৩২) ও একই এলাকার জব্বার শেখের পুত্র মহিবুল্যাহ বাবুকে (২৮) গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা নাম্বার প্লেটবিহীন ১২৫ সিসি লাল রঙের একটি ডিসকভার ও লাল রঙের অপর একটি ১৫০ সিসি পালসার এবং একটি সাদা রঙের নম্বরবিহীন ১০০ সিসি হিরোস্পিলিন্ডার প্লাস মোটরসাইকেল উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। সাতক্ষীরা আন্তঃজেলা ডাকাত সরদার ইয়ার আলীর রিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও দস্যুতাসহ বিভিন্ন থানায় ১৭ মামলা চলমান রয়েছে।

সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্রঘোসের বাড়িতে ডাকাতিসহ কালিগঞ্জ থানাধীন ইউসুফপুর গ্রামের শাহিনুর রহমানের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নগদ টাকা ও স্বার্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর