৩০ সেপ্টেম্বর, ২০২৪ ২২:২৪

জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেফতার

জয়পুরহাটে পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিশ্বাস পাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক শাহেদ আল মামুন  বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া হায়দার আলী পলাশ জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওর্য়াডের কাউন্সিলর ছিলেন। তিনি শহরের বিশ্বাসপাড়া মহল্লার নুরুল ইসলামের ছেলে। 

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মিনকুল হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এঘটনায় গত ১১ সেপ্টেম্বর তিনি নিজেই বাদি হয়ে জয়পুরহাট সদর থানায় ৩২৮ জন নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশ ৩০০ নম্বর আসামি।

ডিবি পুলিশের পরির্দশক শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী মিনকুল হোসেনের মামলায় হায়দার আলী পলাশকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর