১ অক্টোবর, ২০২৪ ১৪:৩৬

খাগড়াছড়িতে জামায়াতের মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে জামায়াতের মতবিনিময় সভা

খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে জামায়াতে ইসলামী জেলা শাখার এ সভা হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্য জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, আমাদের দল মজলুম দল। ফ্যাসিবাদী সরকার আয়নাঘর সৃষ্টি করে আমাদের অনেক নেতাকর্মীদের হত্যা করেছে। আমরা মুক্তভাবে কথা বলতে পারিনি। আমাদের কাজ ইসলামের কাজ তুলে ধরা। যারা একথা গুলো গ্রহণ করবে তাদেরকে নিয়ে আমরা আগামী পথ চলবো। রাষ্ট্র সংস্কার-সংশোধন করা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করাসহ বিভিন্ন বিষয়গুলো মত বিনিময় সভায় তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের ভয়ভীতির উর্ধ্বে থেকে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। একইসাথে তাদের দলের কোনো ভুল ত্রুটি থাকলেও তা তুলে ধরে সাংবাদিকদেরকে পাশে থাকার আহ্বান জানান। 
 
এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খাগড়াছড়ি জেলা নায়েবে আমির অধ্যক্ষ আবুল হোসাইন, জেলা প্রকাশনা সম্পাদক ইউসুফ, জেলা জামায়াতের শূরা সদস্য মো: ইউসুফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা আমির ইলিয়াস,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: জহুরুল আলম,সহ-সভাপতি এইচ,এম প্রফুল্ল,সাংবাদিক শাহরিয়ার ইউনুছ,সাংবাদিক আবু তাহের মুহাম্মদ,দিদারুল আলম ও রিপন সরকার।
এ সময় জামায়াতে ইসলামি বাংলাদেশ বক্তৃারা বলেন, আজকের যে নতুন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে ,তা ধরে রাখার জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলা শিবিরের সভাপতি মাঈনুদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুর সাত্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর