সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিরিয়ারিং ডিগ্রীধারী সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে কর্মবিরতি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ৯টা থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার মোঃ জাবির হোসেন, মোঃ রাইসুল ইসলাম, আখিঁমনি, হারুনার রশিদ, জেলা পরিষদের সার্ভেয়ার সাইফুল ইসলাম, এলজিইডির সার্ভেয়ার মোঃ ইব্রাহিম, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার টি আলম, সড়ক বিভাগের সার্ভেয়ার শিপন আলী প্রমুখ।বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে ১০ম গ্রেডে উন্নীতকরণের জন্য দাবি জানিয়ে আন্দোলন করছেন। এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন। তাদের যৌক্তিক দাবি মানা না হলে আগামী রবিবার থেকে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন তারা। কর্মবিরতি চলাকালে ফরিদপুর জেলার সকল উপজেলা ছাড়াও রাজবাড়ী জেলার বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ