‘মর্যাদাপূর্ণ বার্ধক্যঃ বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরল হাসান মোল্লা।
সমাজসেবা অফিসার এএসএম আলী আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীর, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. এম এ জলিল, অধ্যাপক এম এ সামাদ, মোঃ আজহারুল ইসলাম, মফিজ ইমাম মিলন, আব্দুল হাকিম মিয়া, অধ্যাপক হামিদ মোল্লা, শহর সমাজসেবা অফিসার মোঃ নুরুল হুদা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ