আবারও পর্যটদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসনে খান। সোমবার রাতে রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিশেষ প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসনে খান বলেন, আইনশৃঙ্খলা কোর কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সাজেক পর্যটক কেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত সর্বসম্মতিভাবে গৃহীত হয়েছে।
তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত প্রয়োজন ছিল। সম্প্রীতি পাহাড়ে যে সহিংসতার ঘটনা ঘটেছে, সেটির রেশ এখনও কাটেনি। তাই নতুন করে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। স্থানীয়দের পাশপাশি পর্যটকদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। পরিবেশ পরিস্থিতি একেবারে শান্ত হলে সাজেক ভ্রমণে পর্যটকদের আর বাধা থাকবে না।এর আগে গত ২৫ সেপ্টম্বর থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করেন রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসনে খান। এরপর দ্বিতীয় দফা ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টম্বর পর্যন্ত সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়।
বিডি প্রতিদিন/একেএ