নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে মহাপরিচালকসহ সকল ক্যাডার অপসারণ করে সংশ্লিষ্ট পদে যোগ্য নার্সদের পদায়নের এক দফা দাবিকে কর্মবিরতি করেছে চুয়াডাঙ্গায় কর্মরত নার্সরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালসহ চার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত নার্সরা এ কর্মবিরতি পালন করে। এ সময় অতি জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, চুয়াডাঙ্গা নাসিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ ফরিদা ইয়াসমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ