ফরিদপুরের ভাঙ্গায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ফরিদপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এর আয়োজন করা হয়।বিতর্কের প্রতিপাদ্য ছিল 'দুর্নীতি রোধে কেবল কঠোর আইন নয়, চাই সামাজিক আন্দোলন'। বিতর্কের পক্ষে ভাঙ্গার ইকামাতে দীন মডেল কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা এবং বিপক্ষে ভাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ভাঙ্গা মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক দিলীপ দাস। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির ভাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি এ্যাপোলো নওরোজ, ভাঙ্গা মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক বিকাশ চন্দ্র দাস ও বাংলা বিভাগের শিক্ষক অজয় কুমার দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম কুদরত-এ-খুদা।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিতর্ক চর্চা করার আহ্বান জানান।
এদিকে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. খালিদ হোসাইন ও ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন ও ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন।
এ সময় বক্তারা সমাজের দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/অজয় দাস