সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই এই স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়েছে।
বুধবার সকালে শহরের চৌমুহনা চত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ূথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ শ্রীমঙ্গল এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে ইউকে এইড ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়।
উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, ঝলক দত্ত, নান্টু রায়, পিএফজির অ্যাম্বাসেডর জহির আহমদ শামীম, পিএফজির সদস্য আনহারুল ইসলাম, ছায়ফুর রহমান, নূর মোহাম্মদ সাগর, জুয়েল আহমদ, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সহ-সমন্বয়কারী চৌধুরী সিরাজাম মনিরা, সদস্য প্রবীর সিং, টিআইবির ইয়েস সদস্য তোফায়েল আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিডি প্রতিদিন/একেএ