২ অক্টোবর, ২০২৪ ১৯:২৮

আওয়ামী লীগ নেতা পান্না রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আওয়ামী লীগ নেতা পান্না রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নবী উল্লাহ পান্নার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই বিজন কুমার তাকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক মোঃ সোয়েবুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন নবী উল্লাহ পান্নার। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক পৃথিশ চন্দ্র সরকার। এর আগে বুধবার ভোরে নগরীর খামারপাড়া এলাকা থেকে নবী উল্লাহ পান্নাকে গ্রেফতার করে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রংপুর নগরীর সিটি করপোরেশনের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনে নিহত হন নগরীর জুম্মাপাড়ার ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম। এ ঘটনায় গত ২৫ আগস্ট নিহতের স্ত্রী নাজমিম ইসলাম বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলী আদালতে ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১৮নং আসামি মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নবী উল্লাহ পান্না। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর