রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে অবৈধভাবে কাটাতারে বৈদ্যুতিক লাইন দিয়ে শিশু মিনহাজ (১২) হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সামনে বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ করেন।
পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২ সেপ্টেম্বর রবিবার বিকালে নিখোঁজ হয় শিশু মিনহাজ। তিনদিন পর মুক্তার সরদারের মালটা বাগানে মিনহাজের মরদেহ পাওয়া যায়। মালটা বাগান থেকে তাকে হত্যার পর মরদেহ গুমের অভিযোগ করেন বক্তারা।
এ সময় দ্রুত আসামিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে পূর্ব ভবদিয়া ২নং ওয়ার্ডের সদস্য সহিদুজ্জামান রাজা, সংরক্ষিত সদস্য নার্গিস বেগমসহ তিন শতাধিক এলাকাবাসী অংশ নেন।
বিডি প্রতিদিন/একেএ