শিরোনাম
৩ অক্টোবর, ২০২৪ ২১:১৯

ব্রিতে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

ব্রিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে "হাওর অঞ্চলের জন্য স্বল্প-মেয়াদী ঠান্ডা-সহনশীল ধানের জাত উন্নয়ন" শীর্ষক প্রকল্পের গবেষণা অগ্রগতি ও  কর্মপরিকল্পনা কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হোমনাথ ভান্ডারি। 

কর্মশালায় ইরির রাইস ব্রিডার এবং প্রকল্পের প্রধান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রকল্পের গত চার বছরের ওভারভিউ উপস্থাপনা করেন। 
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিএফ-এর নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিএফ এর পরিচালক (শস্য ও প্রাকৃতিক সম্পদ) ড. মো. আক্কাস আলী।  

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর