৪ অক্টোবর, ২০২৪ ১৭:১৬

বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ২

দিনাজপুর প্রতিনিধি

বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ২

অবৈধভাবে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দু’জন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোর ৫টার দিকে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপি’র নোনাগ্রাম ৩৩১/৪এস পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে ৪২ বিজিবি সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন-দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্সিদহাট মিলরোড এলাকার শ্রী রামা রায়ের ছেলে মেগনেট রায় (২৫), নীলফামারী জেলার পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা দালাল চক্রের মাধ্যমে শুক্রবার ভোর রাতে অবৈধভাবে বিরলের কিশোরীগঞ্জ বিওপি’র নোনাগ্রাম ৩৩১/৪এস পিলার সংলগ্ন এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে তাদের আটক করা হয়।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের দিনাজপুরের বিরল থানায় হস্থান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর