৫ অক্টোবর, ২০২৪ ১৩:০৫

চুয়াডাঙ্গায় বাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় বাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ

চুয়াডাঙ্গায় সড়কে চলাচল নিরাপদ করতে বাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। নিরাপদ সড়ক চাই- নিসচার আয়োজনে শনিবার সকালে শহরের শহীদ হাসান চত্ত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বাইক চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের গুরুত্ব বিষয়ে সচেতন করা হয়।

হেলমেট বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নিসচার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক জামান আখতার ও শামীম আহমেদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক শেখ লিটন প্রমুখ।
নিসচার সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় ৮০ শতাংশ হেলমেটবিহীন চালকই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন। সেই সাথে আরোহী হতাহতেও ঘটনায় ঘটে। এজন্য বাইকে আরোহণকারী চালক ও যাত্রী উভয়কেই হেলমেট পরিধানের বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর