৫ অক্টোবর, ২০২৪ ১৪:৪৫

পূজা নির্বিঘ্ন করতে নেত্রকোনা সীমান্তে বিজিবি ক্যাম্প স্থাপন

নেত্রকোনা প্রতিনিধি

পূজা নির্বিঘ্ন করতে নেত্রকোনা সীমান্তে বিজিবি ক্যাম্প স্থাপন

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকাগুলোতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে পূজার জন্য আলাদা ক্যাম্প স্থাপন করেছে ৩১ বিজিবি। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে ৩১ বিজিবির জোয়ানরা নেত্রকোনা থেকে দুর্গাপুর ও কলমাকান্দায় গিয়ে অবস্থান নিচ্ছে। সীমান্তের আট কিলোমিটার নিরাপত্তা বেষ্টনির আওতায় রেখে পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করছে বিজিবি। 

ময়মনসিংহ থকে সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান পিপিএম নিজে উপস্থিত থেকে ক্যাম্প স্থাপন উদ্বোধন করেন। এসময় তিনি দুর্গাপুর উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখেন। পাশাপাশি মন্দির কমিটির সদস্য এবং স্থানীয়দের সাথে মতবিনিমিয় করেন। সাথে নেত্রকোনা ক্যাম্পের সহকারী পরিচালক আওয়াল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

জেলায় এ বছর ৪৬৬টি মণ্ডপে ব্যক্তি ও সার্বজনীনভাবে পূজা উদযাপন হবে। তারমধ্যে দুর্গাপুরে ৬২টি, কলমাকান্দায় ৩৬টি। এই দুই উপজেলা পাহাড়ি সীমান্ত এলাকায় হওয়ায় বেশ গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। 

তবে জেলার অন্যান্য স্থানেও নিরাপত্তার স্বার্থে প্রাশাসন চাইলে বিজিবি মোতায়েন করে নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন সেক্টর কমান্ডার। 

তিনি জানান, ৩১ বিজিবির আওতায় সর্বমোট ৯৭ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সবগুলোই ইতিমধ্যে কাটাতারের আওতায়। শুধুমাত্র পাহাড়ি নদীগুলো ছাড়া সমতল এলাকা কাঁটাতারে আবদ্ধ। চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 

এসময় তিনি আরও বলেন, পাশের জেলা ময়মসিংহের ধৌবাউড়া ও হালুয়াঘাটসহ শেরপুরের বন্যায় ইতমিধ্যে বিজিবি কাজ করছে। নেত্রকোনা সীমান্তের পাহাড়ি নদীর পানি বাড়লে জানমালের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও নজর রয়েছে বলে জানান তিনি। 

বিডি প্রতিদিন/জামশেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর