৫ অক্টোবর, ২০২৪ ১৫:৪০

সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা

‘শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এ শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এতে বক্তারা বলেন, শিক্ষার বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোনা বিকল্প নেই। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরির ক্ষেত্রে বিরাজমান সকল বৈষম্য দূর করে অবিলম্বে  শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। শিক্ষাব্যবস্থায় নানা বৈষম্যের কারণে সৃজনশীল ও মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন না। শিক্ষকের মানোন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষাব্যবস্থার সকল বৈষম্য ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

সমিতির জেলা সভাপতি শুভঙ্কর তালুকদার মান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রামানুজ রায়, সহ-সাধারণ সম্পাদক শাহিনা চৌধুরী রুবী, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, অর্থ সম্পাদক কাঞ্চন বৈদ্য, প্রচার সম্পাদক রজত কান্তি রায়, শিক্ষক নেতা প্রভাষক মো. হাবিবুল্লা আসকির তালুকদার, মো. মোছায়েল আহমদ, মো. সাজাউর রহমান, মো. হেলাল আহমদ, জয়ন্ত পাল প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর