বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুর চোর সন্দেহে এক কিশোরীকে আটকে পুলিশে দিয়েছে স্বজনরা। শুক্রবার দিনগত গভীর রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক কিশোরীকে পরে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে। আটক কিশোরী সুমাইয়া আক্তার মুসকান (১২) নগরীর ৪ নম্বর ওয়ার্ড মহাবাজ পোল এলাকার ফজলুল হকের কন্যা।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুকে চুরির অভিযোগে স্বজনরা তাদের কাছে দিয়েছে। কিন্তু কেউ কোন অভিযোগ দেয়নি। কিশোরী শিশু চুরির জন্য গিয়েছে এমন প্রমান দিতে পারেনি। খোঁজ নিয়ে দেখেছি, শিশুটি একটি মানসিক ভারসাম্যহীন। তাই তার বাবা-মাকে খবর দিয়ে তাদের জিম্মায় দিয়েছি।
হাসপাতালের আনসার সদস্য মো. নাগর জানান, শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন আমতলীর উপজেলার মো. রাহাত মৃধার স্ত্রীর তামান্নার কাছে আসে কিশোরী। পরে তাকেসহ বাচ্চাকে নিয়ে ঘুরতে যেতে চায়। তখন রাহাত মৃধা কিশোরীকে শিশু চোর ভেবে পুলিশকে খবর দেয়। তারা এসে কিশোরীকে নিয়ে যায়।বিডি প্রতিদিন/এএম