কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস থেকে ২৯ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার ভোরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ডের কাছে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, রবিবার ভোরে র্যাবের দলটি কটিয়াদী বাসস্ট্যান্ডের কাছে তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় ভৈরবের দিক থেকে কিশোরগঞ্জগামী একটি বাস থামালে বাস থেকে চার ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদেরকে আটক করা হয়। তারা হলেন নরসিংদী সদর উপজেলার শোনে গ্রামের মৃত শরিফ মিয়ার ছেলে আল আমিন মিয়া (২৪), পলাশ উপজেলার ঘোড়াশাল টেকপাড়া গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে মুরাদ মিয়া (২৪), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের সফর আলীর ছেলে শাহ আলম (৪৫) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার হাটাবো আটলাশপুর টেকপাড়া গ্রামের নওশের আলী মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (৩০)। তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা, চারটি সিমসহ বাটন মোবাইল সেট, নগদ ২ হাজার ৬০০ টাকা ও গাঁজা পরিবহন করা বাসটি জব্দ করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চারজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।বিডি প্রতিদিন/এএ