দীর্ঘদিন বন্ধ থাকা দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।
এর আগে রবিবার বেলা ১১টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলের অতিথি ভবনে শ্রমিক-কর্মচারী, আখচাষী ও সর্বস্তরের ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় সকলের বক্তব্য শুনে মিলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টার বিষয়ে আশস্ত করেন তিনি।এসময় এলাকাবাসীর তাদের প্রাণের দাবি সেতাবগঞ্জ চিনিকলটি পুনরায় চালুসহ চলমান আন্দোলন এবং চিনিকলের বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন।
এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালাক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাবেক শ্রমিক নেতা হাবিবুর রহমান দুলাল, আখতার হোসেন, আখচাষী আব্দুল্লাহ আল মামুন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি ফয়সাল মোস্তাক, সেতাবগঞ্জ চিনিকল পুনর্চালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপান, সদস্য সচিব ইসমাইল হোসেনসহ এলাকার সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে তিনি বন্ধ সেতাবগঞ্জ চিনিকলের কারখানা পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/একেএ