৬ অক্টোবর, ২০২৪ ১৬:১৬

নোয়াখালীতে দুর্গাপূজায় সম্প্রীতি বর্ধনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে দুর্গাপূজায় সম্প্রীতি বর্ধনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা

দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি বর্ধনে আলোচনা সভা শেষ ইমাম-মুয়াজ্জিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নোয়াখালীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি বর্ধনে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা মডেল মসজিদের খতীব মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে রবিবার দুপুরে সদর উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

শাহাদাত হোসেন জাফরের সঞ্চালনায় আলোচনা সভায় সদর, সুবর্ণচর-সহ বিভিন্ন উপজেলার ইমাম ও মুয়াজ্জিনরা অংশগ্রহণ করেন। 

বক্তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা পালনের জন্য আহ্বান জানান এবং যেকোনও সংকটে ইমামদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে এবার দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। সেই সঙ্গে সবাইকে সৎভাবে জীবনযাপনের আহ্বান জানানো হয়। 

পরে তিন শতাধিক ইমাম ও মুয়াজ্জিনের মাঝে খাদ্য সামগ্রী ও চাল বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর