৬ অক্টোবর, ২০২৪ ১৬:৫৯

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ, মূল্যবিহীন ও বাড়তি দামে পণ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা বাজারের মেসার্স উত্তরা ট্রেডার্সে এ জরিমানা করা হয়। চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উত্তরা ট্রেডার্সে অভিযানকালে বাড়তি মূল্যে গ্যাস বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ গোখাদ্য বিক্রির প্রমাণ মেলে। এ অপরাধে ও প্রতিষ্ঠানের ম্যানেজার সুশীল কুমার বিশ^াসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭, ৪০ ও ৪৫ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আলমডাঙ্গা পৌর সেনিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশ সহযোগিতা করেন।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর