৬ অক্টোবর, ২০২৪ ১৭:৫০

খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ

খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে পাহাড়'কে সংঘাত, নৈরাজ্য মুক্ত রাখতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, আইনকে কেউ হাতে তুলে নিবেন না। পাহাড়ি বাঙালি সকলকে সম্প্রীতির মধ্য দিয়ে থাকতে হবে। তিনি কোন গুজবে কান না দেওয়ার জন্য পরামর্শ দেন। 

এসময় সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বাতেন মৃদা, জেলা ভূমি কর্মকর্তা অঞ্জন কুমার দাশ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি এইচ.এম. প্রফুল্ল, সাধারণ সম্পাদক এডভোকেট জসীমউদ্দিন মজুমদার, খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন সদর উপজেলা নেতা মাওলানা তরিকুল ইসলাম,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর  রব রাজা  পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা সাবেক প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার ও আশাপূর্ণ ত্রিপুরা  বৈষম্য বিরোধী আন্দোলনের মোঃ মাহবুব। 

সমাবেশে বক্তারা বলেন, আজকের এ সম্প্রীতির সমাবেশ করার একমাত্র উদ্দেশ্য পাহাড় থেকে সকল প্রকার সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সবাইকে এক হয়ে রুখে দাড়াতে হবে। পাহাড়ে আগেও যেমন আমরা পাহাড়ি বাঙালি এক সাথে বসবাস করে এসেছিলাম তদ্রুপ আমরা ভবিষ্যতে ও এক সাথে থাকতে চাই। আমরা পাহাড়ে শান্তি চাই। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর