৬ অক্টোবর, ২০২৪ ১৮:০৩

গাজীপুরে দুর্গোৎসব উপলক্ষে বিএনপির উপহার বিতরণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দুর্গোৎসব উপলক্ষে বিএনপির উপহার বিতরণ

গাজীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর শহরের শিববাড়ির শিব মন্দিরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সভাপতি রায়হান আল মাহমুদ রানা। অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পী দে।

এ বছর গাজীপুর মহানগরে ১০৭টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপন হবে। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে প্রতিটি মন্ডপে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর