বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার নিহত ১০ জনের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার সকালে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোঃ মিজানুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা ছাত্রদলের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে ১০ জন শহীদের স্মরণে ১০ টি বনজ গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপনের আয়োজক শফিকুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনে মাগুরাতে দশজন শহীদ হয়েছেন। এই শহীদদের স্মরণে এবং দুর্যোগ মোকাবেলায় আমরা মাগুরায় প্রতিটি ক্যাম্পাসে ১০ জন শহীদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা চাই এই বৃক্ষরোপণের মাধ্যমে মাগুরাতে যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগের বিষয়টি আজীবন মনে রাখতে।
উদ্বোধক অধ্যক্ষ ড. মো. মিজানুর রহমান বলেন, আন্দোলনে মাগুরার যে ১০ জন শহীদ হয়েছেন তাদেরকে যাতে মাগুরার মানুষ মনে রাখে সেজন্য শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রশংসনীয়।
বিডি প্রতিদিন/হিমেল