৬ অক্টোবর, ২০২৪ ২০:৩৫

নাটোরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি

নাটোরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ
নাটোরের গুরুদাসপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ডুবে গেছে কয়েকশ’ বিঘা জমির ধান। এছাড়া প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকালে জলাবদ্ধতা নিরসনের দাবি নিয়ে বাণিজ্যনগরী চাঁচকৈড় টু বিলদহর সড়ক টানা পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয় এলাকাবাসী। এতে দুর্ভোগে পরতে হয় শত শত মানুষের। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের রাবারড্যাম চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে। 
 
সাবগাড়ী ভিটাপাড়া গ্রামের কৃষক জিল্লুর রহমান বলেন, ‘আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি। গত কয়েক বছরের তুলনায় এ বছর বর্ষা এবং বৃষ্টি বেশি হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাছাড়াও খালগুলো বন্ধ করে দিয়েছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা। নিজেদের স্বার্থ হাছিলের জন্য সরকারী খাল বন্ধ করে পুকুর খনন করেছে। এখন জমে থাকা পানি নিষ্কাশন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আমাদের মাঠের ফসল ডুবে গেছে এবং বাড়ি ঘরে হাটু পানি প্রবেশ করেছে। পরিবারের সদস্যদের নিয়ে অনেক দুর্ভোগে আছি। উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য সড়ক অবরোধ করা হয়েছে।’
 
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, ‘জলাবদ্ধতার বিষয়ে ওই এলাকা থেকে কেউ অবগত করেনি। সড়ক অবরোধের বিষয়ে খবর পেয়ে সেনাবাহিনীকে বলা হলে তারা গিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করেছে। সরেজমীনে গিয়ে জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যায় তা নিয়ে কর্মপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।’
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর