৭ অক্টোবর, ২০২৪ ১৮:২৫

পরীক্ষার ফরম পূরণের দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

পরীক্ষার ফরম পূরণের দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

সঠিক সময়ে পরীক্ষার ফরম পূরণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর হোমিও প্যাথিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা। 

দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এতে কলেজের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। পরে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, আন্দোলনের মুখে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ ডা. মনোরঞ্জন রায়কে অপসারণ করে জেলা প্রশাসক মৌখিকভাবে ডা. জাহিনা আকতার পারভীনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন।

দায়িত্ব পেলেও দুই মাস ধরে তিনি কোনো প্রশাসনিক কাজ করতে পারছেন না। শিক্ষার্থীদের দাবি জেলা প্রশাসন কলেজের কোনো রেজুলেশনে স্বাক্ষর করছেন না। ফলে প্রশাসনিক জটিলতার কারণে সব বর্ষের ৩৫০ শিক্ষার্থীর ফরম পূরণ আটকে গেছে। ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের এসব শিক্ষার্থীর ফরম পূরণের শেষ সময় ৯ অক্টোবর।

এখন পর্যন্ত ফরম পূরণে কলেজ কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই এবং কেউ দায়িত্বও নিচ্ছেন না। এসব সমস্যা সমাধানের দাবিতে কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আমাদের ১২ দফা দাবি আছে তবে মূল দাবি ফরম পূরণে কর্তৃপক্ষ শিগগির ব্যবস্থা নেবেন।

বিডি প্রতিদিন/নাজিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর