বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ। চর বিজয় সংলগ্ন সাগরে জেলে আলমাছ মাঝির জালে মাছটি ধরা পড়ে। অন্যান্য মাছের সাথে সেটি মঙ্গলবার সকালে কুয়াকাটা মৎস্য আড়তে নিয়ে আসেন ওই জেলে। এরপর ইলিশটি ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি করেন তিনি।
জেলে আলমাছ মাঝি জানান, বর্তমানে সাগরে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ কমবেশি পাওয়া যায়। এ বছর এত বড় ইলিশ এই এলাকায় আর কেউ পায়নি। সামুদ্রিক অন্যান্য মাছের সাথে আড়তে মাছটি ডাকের মাধ্যমে বিক্রি করেছি।
ডাকের মাধ্যমে মাছটি ক্রয় করা প্রতিষ্ঠান ফিস ভ্যালির পরিচালক হাসান বলেন, আমরা এই বাজারে সচরাচর এত বড় ইলিশ পাই না। ক্রয় করা মাছটি ঢাকায় পাঠানো হবে। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ জেলেদের জন্য সুখবর বয়ে আনে। এখন প্রায়ই গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলে জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। বছরে সরকারের দুইবার ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সুফল বলতে পারি এটি।
বিডি প্রতিদিন/একেএ