৯ অক্টোবর, ২০২৪ ১২:৩০

মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের সমাপনী খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বাকী বিল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন, প্রধান শিক্ষক আ. মালেক হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক হরিচাদ কুন্ডু। 
এবারের ক্রীড়া প্রতিযোগীতায় মাধ্যমিক স্তরের ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাবাডি, সাতার ও দাবা খেলায় অংশগ্রহন করেন। খেলা পরিচালনা করেন মো. শাহাজাহান খান, মো. আক্তারুজ্জামান ও কবির হোসেন। 

বিডি প্রতিদিন/ মুসা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর