৯ অক্টোবর, ২০২৪ ১৬:৫১

মেহেরপুরে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় গোলাম রসুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায়ের রায় দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তোহিদুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত গোলাম রসুল মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামের দুর্লভ মন্ডলের ছেলে।

মামলায় রাষ্ট্র পক্ষে পিপি এ কে এম আসাদুজ্জামান জানান, গাংনী কামার খালি গ্রামে আসামী গোলাম রসুল তার প্রতিবেশী বাক, শ্রবণ, বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করে। পরে সেই শিশু একটি পুত্র সন্তানের জন্ম দেয়। বিষয়টি আদালতে মামলা হলে আদালতের নির্দেশ শিশুটির ডিএনএ পরীক্ষা ও ৮ জান সাক্ষীর সাক্ষ্য প্রমাণে দোষী সাবস্ত  হয়। আদালত গোলাম রসুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ লক্ষ টাকা ক্ষতিপুরণ আদায়ের রায় দেয়। আদালত কালেক্টরেট মেহেরপুরকে গোলাম রসুলের স্থাবর বা অস্থাবর বা উভয় প্রকার সম্পদ নিলামে বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ এই ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আসামির পক্ষে কৌশলী ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।  

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর