৯ অক্টোবর, ২০২৪ ১৬:৫৬

আসামিকে বাদীর ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

আসামিকে বাদীর ছুরিকাঘাত, গ্রেফতার ২
জামিন পাওয়ায় রাজশাহীর আদালত চত্বরে আসামিকে ছুরিকাঘাত করেছেন বাদী। বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের সামনে এ ঘটনাটি ঘটে। আহত আসামি রাজশাহী মহানগরীর কাটাখালি থানার বেলঘরিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে আতিকুল ইসলাম। 
 
আদালত পুলিশ সূত্র জানায়, ২০২৩ সালের ২৭ আগস্ট বিয়ের তথ্য গোপন করে আসামি আতিকুল ইসলাম কাটাখালীর মাসকাটাদীঘি এলাকার মোহাম্মদ শাহিন ইসলামের মেয়ে লাভলী বেগমকে বিয়ে করেন। গত ১০ জানুয়ারি লাভলী বেগম স্বামীর প্রথম বিয়ের বিষয়টি জানাতে পারেন। লাভলী ক্ষুব্ধ হয়ে স্বামী আতিকুল ইসলাম ও শ্বশুর আলাউদ্দিন, শাশুড়ী আফরোজা বেগম এবং বেলঘরিয়ার পবন মণ্ডলের ছেলে বিশুর নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দাায়ের করেন। ওই মামলার সমন পেয়ে আসামি আতিকুল ইসলাম ও তার পিতা-মাতা আদালতে জামিন নেওয়ার জন্য আসেন। 
 
জামিন শুনানির পর আদালত আসামি আতিক ও তার বাবা মাকে জামিন দেন। জামিনের বিষয়টি বাদীপক্ষ জানতে পেরে সংক্ষুদ্ধ হয়ে আদালতের বাইরে অপেক্ষা করতে থাকেন। জামিন পাওয়ার পর আসামিরা এজলাস কক্ষ থেকে বের হলে লাভলী বেগমের পিতা শাহিন ইসলাম ও ভাই আলিফসহ অজ্ঞাত ৪ জন ব্যক্তি আসামি আতিকুল ইসলাম ও তার পিতামাতার উপর ছুরি নিয়ে হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা ধারালো ছুরিসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন মাসকাটাদীঘী এলাকার রেজাউল ইসলামের ছেলে শাহিন ইসলাম ও শাহিন ইসলামের ছেলে আলিফ। 
 
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, আদালত চত্বরে বাদী আসামীকে ছুরিকাঘাত করেছেন, এমন ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে বলে রাজপাড়া থানার ওসি তাকে জানিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর