৯ অক্টোবর, ২০২৪ ২০:০৬

গোপালগঞ্জে ডেইরি মেশিনারিজ বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রকল্পের উপকারভোগী প্রান্তিক কৃষকদের মাঝে ডেইরি মেশিনারিজ বিতরণ করা হয়েছে। ইনক্লুসিভ ভ্যালুচেইন উন্নয়নের মাধ্যমে দরিদ্র কৃষকদের জীবিকা জোরদারকরণ (এসএলপিএফআইভিসিডি) প্রকল্পের আওতায়  খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) আজ বুধবার সকাল ১০টায় তালবাড়ি গ্রামে সংস্থার প্রকল্প কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও প্রকল্পের বিজনেস সুপারভাইজার মিঠুন করের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য দেন ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ। এসময় ডেইরি মেশিনারিজ কোম্পানির ট্রেড গ্লোব লিমিটেডের সিনিয়র সার্ভিস ম্যানেজার প্রকৌশলী কামরুজ্জামান উপস্থিত ছিলেন। 
পরে অতিথিরা উপকারভোগী প্রান্তিক ২০ কৃষকের হাতে ১টি করে মিল্কিং ও ১টি  করে মিল্কিং ক্যান মেশিন তুলে দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর