৯ অক্টোবর, ২০২৪ ২০:১২

খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

খাগড়াছড়ি শহরের শ্রী শ্রী লক্ষী নারারণ মন্দিরের সনাতন সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান পার্বত্য চট্টগ্রামে প্রতিটি মন্দিরে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপনের অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও বলেন, সবার মানসিক দৃষ্টিভঙ্গি পাল্টালে পাহাড়ে শান্তি ফিরে আসবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে না।

চক্ষু সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা জোনের জোন কমান্ডার আবুল হাসনাত জুয়েল, রিজিয়নের জিটু আই মেজর জাবির, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদারসহ কমিটির নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর