৯ অক্টোবর, ২০২৪ ২১:২২

অত্যাচার-নির্যাতন যারা চালিয়েছে, তাদের বিচার হবে: মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

অত্যাচার-নির্যাতন যারা চালিয়েছে, তাদের বিচার হবে: মোশারফ হোসেন

কাহালু-নন্দীগ্রামসহ সারাদেশে যারা মানুষের উপরে অত্যাচার-নির্যাতন চালিয়েছে তাদের বিচার হবে বলে মন্তব্য করেছেন কৃষকদল এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন।

আজ বুধবার বগুড়া জেলা বিএনপি ঘোষিত অক্টোবর সাংগঠনিক মাস উপলক্ষে কাহালু উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কাহালু সরকারি ডিগ্রী কলেজ মাঠে এক বিশাল কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি বগুড়া পৌর সভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। 

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আরও বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জনগণ বিএনপির এমপি নির্বাচিত করবেন এই কাহালু-নন্দীগ্রামে। আর বিপুল ভোটে বগুড়ার ৭টি আসন আপনারা বিএনপিকে উপহার দিবেন। ইনশাআল্লাহ এলাকার উন্নয়নে এগিয়ে থাকবে বগুড়ায়। 

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বগুড়ার এই জনপ্রিয় সংসদ সদস্য বলেন, গত ১৪ বছরে যত মামলা-মোকদ্দমা হয়েছে, জজকোর্ট হাইকোর্ট যেখানে যত টাকা খরচ হয়েছে তার দায়িত্ব আমি নিবো কথা দিয়েছিলাম। কথা রেখেছি আপনাদের একটি টাকায় আমি খরচ করতে দেইনি। আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। 

কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আলী আজগর হেনা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুন নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. শাহাজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ। 

কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কাহালু উপজেলা পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হাসান মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
                                                                
বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর