১০ অক্টোবর, ২০২৪ ১৬:৪৪

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

দিনাজপুর প্রতিনিধি

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে উভয়পক্ষকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২ টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।
বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প ১) কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে পাঁচ প্যাকেট মিষ্টি তুলে দেন বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন। এ সময় ভারতের বিএসএফ সদস্যরাও মিষ্টি উপহার দেয়।
শুভেচ্ছা বিনিময়কালে চেকপোস্ট গেটে দায়িত্বরত কর্মকর্তা অসীম কুমারসহ দুইদেশের সীমান্ত রক্ষীবাহিনীর  নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিটি দিবসে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি। এতে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বিডি প্রতিদিন/মুসা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর