রংপুরে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের অতিরিক্ত সচিব মোঃ শহিদুল ইসলাম এনডিসি। তিনি রংপুরে দশম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
শহিদুল ইসলাম ১৮তম বিসিএস পরিবারের সদস্য। এর আগে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দুই সন্তানের জনক অতিরিক্ত সচিব মোঃ শহিদুল ইসলাম এনডিসি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন।
গত ২৩ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। রংপুরের সাবেক বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক