"শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ"এমন স্লোগান লেখা সংবলিত বিদ্যুৎ বিলের কপি ফেনীর পরশুরাম উপজেলার ৩০ হাজার গ্রাহকের মাঝে পৌঁছে দিয়েছে উপজেলাটির পল্লি বিদ্যুৎ সাব জোনাল অফিস। এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। অনেক গ্রাহক ফ্যাসিস্টের লাগানো লগু এবং লেখা দেখে ক্ষোভ প্রকাশ করছেন।
এ বিষয়ে সাব জোনাল অফিসের কর্মকর্তা (ডিজিএম) সনৎকুমার ঘোষ বলেন, আগের অনেকগুলো বিদ্যুৎ বিল রয়ে গেছে। ভুলের কারণে এটা হয়েছে। ভুলক্রমে গ্রাহকের কাছে পৌঁছে গেছে। এটা আমি দেখব।
শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ মাস রাষ্ট্রীয়সহ বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে তার নাম মুছে গেলেও বাদ যায়নি পরশুরাম পল্লী বিদ্যুৎ সমিতি পরশুরাম সাব জোনাল অফিস থেকে।
আজমীর মিশু নামে এক স্থানীয় বলেন, শেখ হাসিনার ভুয়া উন্নয়নের প্রচার এখনো অব্যাহত রয়েছে। এর একমাত্র কারণ ছাত্র লীগ, যুবলীগ, এবং আওয়ামী লীগের দোসর নিয়োগ দেওয়ার কারণে তারা আওয়ামী লীগ নিয়ে মায়া কান্না করছে।
রায়হান নামে এক গ্রাহক বলেন, সব জায়গা থেকে ফ্যাসিস্ট হাসিনার নাম বাদ দিলেও বিদ্যুৎ বিলের কাগজে আওয়ামী লীগের উন্নয়নের স্লোগান বাদ যায়নি এখনো প্রচার চলছে। এটা দ্রুত সমাধান করা দরকার।
এই নিয়ে পল্লি বিদ্যুৎ সমিতির গ্রাহক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে ক্ষোভ, আলোচনা ও সমালোচনার ঝড়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক জানান, খুনি হাসিনার পতনের ৮ মাস পর উন্নয়নের স্লোগান বিদ্যুৎ বিলে প্রচার চলছে। যা আমাদের জন্য খুবই দুঃখজনক। গত পনেরো বছর আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, গত ৮ মাসে আওয়ামী লীগের পতনের পর তাদের কিছুই হয়নি। যারা হাসিনার উন্নয়ন নিয়ে ব্যস্ত তাদের আইনের আওতায় আনা হোক। গত পনেরো বছরের ন্যায় এখনো বিভিন্ন দপ্তরে দায়িত্বহীনতা নিয়ে কাজ চলছে। স্বৈরাচারের বিদায় হয়েছে। কিন্তু স্বৈরাচারের দোসররা বিদায় হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আরিফুর রহমান জানান, ডিজিএমকে জানান, আমি দেখব।
বিডি প্রতিদিন/এএ