বগুড়ার নন্দীগ্রামে কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা কৃষক দল নেতা ইসকেন্দার মির্জা মিঠুর সভাপতিত্বে ও সাবেক মেয়র সুশান্ত কুমার শান্তর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন।
তিনি বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে। কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা আছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহুরুল ইসলাম, হাসেম আলী, আব্দুল হাকিম, ইয়াসিন আলী, রেজাউল করিম, গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, মাসুদ রানা মজিদ, আবু বক্কর সিদ্দিক, শাহ আল হেলাল, আব্দুর রাজ্জাক সোনার, শফিকুল ইসলাম, সানাউল হোসেন, মাহবুবুল আলম, আরিফ হোসেন, সৈকত উদ্দিন, মশিউর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, জাহাঙ্গীর আলম সবুজ, গোলাপ হোসেন, মহিলা দল নেত্রী রেশমা আরা সাথী, পাপিয়া আকতার, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, সাদিকুল ইসলাম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করেন জেলা শাখার দায়িত্বশীল নেতারা। নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের নতুন সভাপতি পদে ইসকেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক পদে আব্দুল হান্নান, পৌর কৃষক দল সভাপতি পদে সুশান্ত কুমার শান্ত ও সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ মিলন নির্বাচিত হন। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা শাখার কাছে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ