বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক হাজার শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে স্থাপনের দাবি জানানো হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির হলরুমে চেম্বারের প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরাজগঞ্জে যমুনা নদীর উপর একটি সড়ক ও একটি রেল সেতু নির্মিত হয়েছে। যার ফলে ঢাকাসহ সারাদেশের সাথে সড়ক, রেল ও নদী পথে যোগাযোগের পথ উন্মোচিত হয়েছে। এখানে একটি ইকোমিক জোন ও একটি বিসিক শিল্প পার্ক স্থাপন হওয়ায় প্রায় ৮-১০ লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জ একটি তাঁত ও কৃষি শিল্প এবং সাহিত্য ও বাণিজ্যিক জেলা। এ জেলা দেশের গণতান্ত্রিক যেকোন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ জন্য বর্তমান সরকারের নিকট সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি সিরাজগঞ্জ জেলায় চীনের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন সিরাজগঞ্জে প্রতিষ্ঠা করা হয়। হাসপাতালটি সিরাজগঞ্জে নির্মিত হলে উত্তরবঙ্গের সব জেলার মানুষ সহজে এসে চিকিৎসা সেবা নিতে পারবে।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা তালুকদার, পরিচালক প্রদীপ কুমার, মশিউর আলম, সাবেক পরিচালক রফিক খান, সিরাজগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার, ডা. আব্দুস সামাদ আজাদ খোকনসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ