বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে।
শনিবার সকাল ৯টায় শহরের কলোনি শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ২০০১ সালের পর থেকে কোনো নির্বাচন সঠিক হয়নি। শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছেন। দিনে ভোট হলে তাকে দেশ ছেড়ে অনেক আগেই বিদায় নিতে হতো। অন্তর্বর্তীকালীন সরকার দেশকে পুনর্গঠনের চেষ্টা করছেন। যদিও সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা মাঝেমধ্যে উঁকি মারার চেষ্টা করছে। এসব দোসরদের অবিলম্বে দমন করতে হবে।
তিনি আরও বলেন, সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর পরিকল্পনা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে বিভিন্ন সময়ে কর্মসূচি নির্ধারণ করতে হবে। সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিতে হবে।
জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। জেলা সিনিয়র নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ ও জেলা সেক্রেটারি মাওলানা মো. মানছুরুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন। শিক্ষা শিবিরে বিভিন্ন উপজেলার আমির, সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যগণ অংশগ্রহণ করেন।
বিডিপ্রতিদিন//কবিরুল