খাগড়াছড়ির রামগড়ে সরকারি নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষা চলাকালীন চালু রাখা ও বৈধ নিবন্ধন না থাকায় দুই কোচিং সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার সকালে ভ্রাম্যমান আদালত রামগড় পৌর শহরের উপকণ্ঠে হাই প্লাজা মার্কেটে অবস্থিত কোচিং সেন্টার দুটিতে এ অভিযান পরিচালনা করেন। রামগড় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসএসসি পরীক্ষা চলাকালীন সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোচিং সেন্টার খোলা থাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌরসভার নিবন্ধন ব্যতীত কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে সেলিম পাটোয়ারি হিরা ও মিঠু বড়ুয়া নামে কোচিং সেন্টারের দুই মালিককে দুটি পৃথক মামলায় ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ এর ধারা ৮০ অনুযায়ী ২৫০০০ টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।
তিনি আরও জানান, কোচিং সেন্টার দুটি বন্ধ করে দেয়া হয়েছে এবং পরীক্ষা চলাকালীন খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।
জানা যায়, কোচিং সেন্টারের মালিক সেলিম পাটোয়ারি হিরা রামগড়ের থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মিঠু বড়ুয়া রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক।
বিডি প্রতিদিন/জামশেদ