বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (২১ এপ্রিল) এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদল সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম, যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, সিনিয়র সহ সভাপতি হোসেন বাপ্পি, সহ সভাপতি উজ্জ্বল কান্তি দে, বাচ্চু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান আল আমিন।
বিডি প্রতিদিন/জামশেদ