গাইবান্ধার সাঘাটা উপজেলা সমাজসেবা অফিসের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ৫ দফা দাবি জানানো হয়।
মানববন্ধনে সুবিধাবঞ্চিতসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ৪ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে স্থানীয় জনসাধারণ সাঘাটা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। শেষে গণস্বাক্ষর সম্বলিত একটি স্বারকলিপি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়।
এতে বক্তব্য রাখেন ‘নিজেরা করি সংস্থা’র রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মেজবাহ উদ্দিন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি দোলোয়ার হোসেন, সাঘাটা উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সমাজসেবক ছামসুল হক, ভূমিহীন সমিতির নারী নেত্রী সুমিত্রা রাণী, সমাজসেবক প্রিয় নাথ প্রমুখ।
বক্তারা বলেন, ‘সামাজিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছরে সাঘাটা উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদানে ১০টি ইউনিয়নে যাচাই বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীর তালিকা প্রণয়ন করার কথা। কিন্তু সে সময় দায়িত্বরত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান অনলাইন কাজে পারদর্শী অফিসের কারিগরি প্রশিক্ষক (কম্পিউটার) লোকমান হাকিমের সহযোগিতায় প্রতিবন্ধী নয় এমন ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্যকে ডাক্তারী সনদ ছাড়াই অর্থের বিনিময়ে সুবর্ণ কার্ড তৈরি করে এ ভাতার আওতায় আনেন। এছাড়াও এলাকায় নেই এমন শতাধিক ভুয়া নাম ভাতার আওতায় এনে টাকা নিজেরা হাতিয়ে নিয়েছে। ঘুষ দিতে না পারায় ভাতা পাওয়ার উপযোগী অস্বচ্ছল, অকর্মক্ষম, অসহায় ও প্রতিবন্ধীদের করা হয়েছে বঞ্চিত।’
বক্তারা এ ঘটনায় জড়িত সে সময়ের উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান ও অফিসে দায়িত্বরত কারিগরি প্রশিক্ষক (কম্পিউটার) লোকমান হাকিমের শাস্তির পাশাপশি সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমে সুবিধাবঞ্চত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় আনার জোর দাবি জানান।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর মশিউর রহমান সাঘাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে ওই কর্মকর্তাকে ঠাকুরগাঁ সমাজসেবা অফিসে বদলি করা হয়। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলমান রয়েছে এবং কারিগরি প্রশিক্ষক (কম্পিউটার) লোকমান হাকিমকে গোবিন্দগঞ্জে বদলি করা হয়, পরে তাকে সাময়িক বরখাস্তও করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ