ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সোমবার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ডে এক ঘণ্টা ধরে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান পরিবার। মেধাবী শিক্ষার্থী পারভেজের মরদেহ ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিডি প্রতিদিন/হিমেল