দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে দেশি রসুনের দাম। কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে শুকনো রসুন প্রকারভেদে ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন আগে কাঁচা রসুন কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করছেন তারা। বর্তমানে সেই রসুনগুলো শুকিয়ে যাওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক মাস ধরে দেশি রসুন দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছিল। সরবরাহ বেশি থাকায় দামও কম ছিল। এখন সরবরাহ কম, এজন্য দাম বেড়েছে। সামনে কোরবানির ঈদ, আরো দাম বাড়ার আশংকা রয়েছে। তবে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সোমবার হিলি বাজার দেখা যায়, গত সপ্তাহে রসুনের কেজি প্রকারভেদে ৮০-৯০টাকায় বিক্রি হয়েছিল। এখন একই রসুন প্রকারভেদে ১৪০-১৫০টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে ছোট আকারের গুলো ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ায় কেনার পরিমাণ কমিয়ে দিয়েছেন ক্রেতারা।
রসুন কিনতে আসা লাইলী আক্তার বলেন, পুরো রমজানে রসুন কিনলাম ৮০ টাকায়। এমনকি গত সপ্তাহেও ৮০-৯০ টাকায় কিনলাম। সপ্তাহের ব্যবধানে এমন কী হয়ে গেল বাজারে, ১৪০-১৫০ টাকায় কিনতে হচ্ছে। তবে ছোট আকারগুলো ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবু কোনোভাবেই দাম বাড়ার কারণ দেখছি না। এটি ব্যবসায়ীদের কারসাজি।
হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, আমরা পাবনা, ফরিদপুর ও নাটোর থেকে রসুন ও পিঁয়াজ নিয়ে আসি। বর্তমানে বড় ব্যবসায়ীরা রসুন মজুত করছেন। ফলে আমরাও বেশি দামে কিনে এনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।
বিডি প্রতিদিন/হিমেল