মানিকগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই গণ-অভ্যুত্থানের গেজেটভুক্ত পাঁচজন শহীদ পরিবারের মাঝে ২ লাখ টাকা হারে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এরপর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠত হয়।
এসময় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানসহ শহীদদের পরিবারের সদস্য ও স্ত্রী সন্তান ছাড়াও সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল