গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসায়ী সেলিম শিকদারের সাথে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের অডিও কথোপকথনের ঘটনা জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা পুলিশ। এছাড়াও ওই অডিও রেকর্ডটি ফরেনসিক যাচাই করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওসির বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনা জানতে ইতোমধ্যে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান কাজ হবে রেকর্ডটি যাচাই করা, রেকর্ডটি নিশ্চিত করা, রেকর্ডটা ওই রেকর্ড কি না। ওই অডিও রেকর্ডটি ফরেনসিক যাচাই করব। এটা নিশ্চিত হলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমিও অভিযোগকারীর সাথেও কথা বলব, আমাদের কাজটা আমাদের মতো করতে দেন। আমরা সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চাই। তবে তদন্ত কমিটিতে থাকা তদন্ত কর্মকর্তার নাম জানাতে অস্বীকৃতি জানান পুলিশ সুপার।
উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডলের সাথে একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে। ভাইরাল হওয়া অডিও রেকর্ডে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের ঝুট ব্যবসায়ী সেলিম শিকদারের সাথে কথা বলছেন এটা নিশ্চিত হওয়া গেছে। এরপরই গাজীপুর জেলা পুলিশ এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত